ভূমধ্যসাগর

ভূমধ্যসাগর (Mediterranean Sea)

  •    ভূমধ্যসাগরের প্রধান দ্বীপগুলো হলো সিসিলি (ইতালি), সাইপ্রাস, কর্সিকা (ফ্রান্স), মাল্টা। সিসিলি                           ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ।

ভূমধ্যসাগরের তীরবর্তী বন্দরসমূহ-

দেশবন্দর
লিবিয়াবেনগাজী
মিশরপোর্ট সৈয়দ, আলেকজান্দ্রিয়া
ফ্রান্সমারসিলিস
ইতালিনেপলস, ভেনিস, জেনোয়া
ইসরায়েলহাইফা
তুরস্কইসকানদারুন
সিরিয়ালাটাকিয়া

ভূমধ্যসাগরের তীরবর্তী রাষ্ট্রসমূহ- 

এশিয়াসিরিয়া, লেবানন, ইসরায়েল, সাইপ্রাস ।
ইউরোপস্পেন, ফ্রান্স, গ্রিস, তুরস্ক, মোনাকো, ইতালি, মাল্টা, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, বসনিয়া ও হার্জেগোভিনা।
আফ্রিকামিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো ।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক