পানামা খাল

  • পানামা খাল পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খাল। পানামা যোজকে অবস্থিত খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। যোজক বলতে দুটি বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমি বোঝায় যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে। পানামা যোজক উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে পৃথক করে। পানামা খালটি না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রীবাহী যে কোনো জাহাজকে চিলির হর্ন অন্তরীপ (Cape Horn) হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত ১৫ হাজার কিলোমিটার (৮ হাজার নটিক্যাল মাইল) পথ অতিক্রম করতে হতো। ১৮৮১ সালে পানামা খালের খনন কাজ শুরু করে ফ্রান্স। প্রকৌশলগত ত্রুটি এবং শ্রমিক দুর্ঘটনার কারণে প্রকল্পটি পরিত্যক্ত হয়। যুক্তরাষ্ট্র সরকার ১৯০৪ সালে পুনরায় খালটির খনন কাজ শুরু করে। ১৯১৪ সালের ১৫ আগস্ট এটিকে প্রথম জাহাজ চলাচলের জন্য খুলে দেয়। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর। যুক্তরাষ্ট্র এই খালটি পানামার নিকট হস্তান্তর করে। বর্তমানে খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক