যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র (United States of America - USA)

আয়তন: ৯,৫২৫,০৬৭ বর্গকিলোমিটার (৩,৬৭৭,৬৪৯ বর্গমাইল)।

 প্রশাসনিক বিভাগ: যুক্তরাষ্ট্র ৫০টি রাজ্য এবং ১ টি ফেডারেল জেলা (District of Columbia সংক্ষেপে D.C) নিয়ে গঠিত। 

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্গরাজ্য

অঙ্গরাজ্যজনসংখ্যায় আয়তনে 
বৃহত্তম ক্যালিফোর্নিয়া আলাস্কা
ক্ষুদ্রতম ওয়াইয়োমিং রোড আইল্যান্ড

 

  • নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনি।
  • ১৮০৩ সালে ১৫ মিলিয়ন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র ফ্রান্সের প্রথম কনসল নেপোলিয়নের কাছ থেকে লুইসিয়ানা (Louisiana) রাজ্যটি ক্রয় করে।
  •  ১৮৫০ সালে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। রাজধানী স্যাক্রামেন্টো। বর্তমানে এ অঙ্গরাজ্যটি স্বাধীনতা দাবি করছে।
  •  ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রুশ সাম্রাজ্যের কাছ থেকে ভূখণ্ডটি ক্রয় করে। আলাস্কার পূর্বে কানাড়া ও পশ্চিমে রাশিয়া। বেরিং প্রণালি আলাস্কাকে রাশিয়া থেকে পৃথক করেছে।
  • যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৫টি রাজ্যের সাথে প্রশান্ত মহাসাগরের সংযোগ রয়েছে। যথা- ক্যালিফোর্নিয়া, ওরিগন, ওয়াশিংটন, আলাস্কা ও হাওয়াই।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক