ভারতঃ
(ক) রাজ্য ২৮টি। যথা- মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, সিকিম, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, কাড়খণ্ড, তেলাঙ্গনা,………….. । ১৯৭৫ সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙ্গে নবীনতম রাজ্য 'তেলাঙ্গনা' আত্মপ্রকাশ করে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। অন্ধপ্রদেশের রাজধানী অমরাবতী।
(খ) কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি। যথা- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, নয়াদিল্লী, লাদাখ, জম্মু ও কাশ্মীর………….. । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাজধানী - পোর্ট ব্লেয়ার।