বোর্নিও দ্বীপে ৩টি দেশের অংশ রয়েছে। (১) ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশীয় অংশকে কালিমানতান বলে। (২) মালয়েশিয়া: সারাওয়াক ও সাবাহ প্রদেশের সমন্বয়ে গঠিত। (৩) ব্রুনাই।
নিউগিনি দ্বীপটিতে ২টি দেশের অংশ রয়েছে। যথা- (১) ইন্দোনেশিয়াঃ নিউগিনি দ্বীপের ইন্দোনেশীয় অংশ দুটি ভাগে বিভক্ত। যথা- পাপুয়া প্রদেশ এবং পশ্চিম পাপুয়া প্রদেশ। পাপুয়া প্রদেশ এর পূর্ব নাম ইরিয়ানজায়া। এটি একটি স্বাধীনতাকামী প্রদেশ। (২) পাপুয়া নিউগিনি