পূর্ব আফ্রিকা

পূর্ব আফ্রিকা (Eastern Africa)

 

দেশ রাজধানীদেশ রাজধানী
বুরুন্ডিবুজুমবুরাসিচেলিসভিক্টোরিয়া
মোজাম্বিকমাপুটোমাদাগাস্কারআনতানানারিভো
কমোরসমরোনিতাঞ্জানিয়াদোদোমা
রুয়ান্ডাকিগালিমালাউইলিলানগিয়ে 
জাম্বিয়ালুসাকাজিম্বাবুয়েহারারে
উগান্ডাকাম্পালা মরিশাসপোর্ট লুইস
কেনিয়ানাইরোবি  

 

  • দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার, মরিশাস, কমোরস এবং সিচেলিস ভারত মহাসাগরে অবস্থিত। মাদাগাস্কার ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ। অন্যদিকে, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, জাম্বিয়া, মালাউই এবং জিম্বাবুয়ে স্থলবেষ্টিত রাষ্ট্র।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক