দক্ষিণ-পূর্ব ইউরোপ

দক্ষিণ-পূর্ব ইউরোপ / বলকান উপদ্বীপ (Balkan Peninsula)ঃ

 

দেশ রাজধানীদেশ রাজধানী
আলবেনিয়াতিরানাক্রোয়েশিয়াজাগরেব
উত্তর মেসিডোনিয়াস্কোপজেরুমানিয়াবুখারেস্ট
বুলগেরিয়াসোফিয়াকসোভোপ্রিস্টিনা
সার্বিয়াবেলগ্রেডস্লোভেনিয়ালুবজানা
বসনিয়া ও হার্জেগোভিনাসারায়েভোগ্রিসএথেন্স
মন্টিনিগ্রোপোডগোরিকো  

 

  • বলকান উপদ্বীপ ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত। বলকান অঞ্চলে স্থলবেষ্টিত দেশ ৩টি। যথা- নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া এবং কসোভো।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক