দূরপ্রাচ্যে স্থলবেষ্টিত দেশ ১টি (মঙ্গোলিয়া) এবং দ্বীপরাষ্ট্র ২টি (জাপান ও তাইওয়ান)।
জাপান একটি দ্বীপরাষ্ট্র। জাপানের প্রধান দ্বীপ ৫টি। যথা- হোক্কাইডো, হনসু, কিউসু, শিকোকু এবং ওকিনাওয়া। আয়তনে বৃহত্তম দ্বীপ হনসু। রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত। আয়তন ও জনসংখ্যায় এটি বিশ্বের বৃহত্তম শহর।