বিখ্যাত নাটক

বিখ্যাত নাটক

নাট্যকারনাটকের নাম
তারাচরণ শিকদারভদ্রার্জুন (১৮৫২): এটি বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম নাটক।
যোগেন্দ্রচন্দ্র গুপ্তকীর্তিবিলাস (১৮৫২): বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি নাটক।
রামনারায়ণ তর্করত্নকুলীনকুল সর্বস্ব (১৮৫৪): এটি কৌলিন্য প্রথা অবলম্বনে রচিত। বেণী সংহার, যেমন কর্ম তেমন ফল (প্রহসন), উভয়সঙ্কট (প্রহসন)।
মাইকেল মধুসূদন দত্তশর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন।
গিরিশচন্দ্র ঘোষপ্রফুল্ল (১৮৮৯): লেখকের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্তক নাটক। সীতার বনবাস, সীতাহরণ, সিরাজদ্দৌলা।
দীনবন্ধু মিত্রনীলদর্পণ: এটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। কমলে কামিনী, জামাই বারিক, নবীন তপস্বিনী, লীলাবতী।
দ্বিজেন্দ্রলাল রায়ঐতিহাসিক নাটক: সাজাহান, নুরজাহান, প্রতাপসিংহ, দুর্গাদাস, মেবারপতন, তারাবাঈ, তাপসী। 
রোমান্টিক ও পৌরাণিক নাটক: সিংহলবিজয়, সীতা, ভীষ্ম, সোহরাব-রুস্তম, চন্দ্রগুপ্ত। 
কাব্যনাট্য: পাষাণী। 
সামাজিক নাটক: পরপারে, বঙ্গনারী, কল্কি অবতার, বিরহ, প্রায়শ্চিত্ত, আনন্দ বিদায়।
রবীন্দ্রনাথ ঠাকুরবাল্মীকি প্রতিভা: প্রথম প্রকাশিত নাটক। অধিকাংশের মতে, রুদ্রচণ্ড। 
রূপক ও সাংকেতিক নাটক: ডাকঘর, কালের যাত্রা, তাসের দেশ, প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, অচলায়তন, রক্তকরবী। 
নৃত্যনাট্য: চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, নটীর পূজা, শ্যামা। 
কাব্যনাট্য: প্রকৃতির প্রতিশোধ, মায়ার খেলা, বিদায় অভিশাপ। 
অন্যান্য নাটক: বিসর্জন, চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা, বসন্ত।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ষোড়শী, বিজয়া, রমা।
কাজী নজরুল ইসলামঝিলিমিলি: এটি ৩টি নাটকের সংকলন এবং প্রথম নাট্যগ্রন্থ। <আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে।
সৈয়দ ওয়ালীউল্লাহউজানে মৃত্যু, বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ।
মুনীর চৌধুরীরক্তাক্ত প্রান্তর: এটি তাঁর রচিত প্রথম নাটক। 
কবর: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। মানুষ, দণ্ডকারণ্য, নষ্ট ছেলে, চিঠি, পলাশী ব্যারাক ও অন্যান্য। 
অমৃতলাল বসুবিবাহ বিভ্রাট, চোরের উপর বাটপারি, ডিসমিস, কূপণের ধন (সবগুলোই প্রহসন)।
সিকান্দার আবু জাফরসিরাজ-উদ-দৌলা, মহাকবি আলাওল।
মামুনুর রশীদগিনিপিগ, ওরা কদম আলী, ইবলিশ।
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরপুরুবিক্রম নাটক, কিঞ্চিত জলযোগ (প্রহসন)।
আবদুল্লাহ আল মামুনসুবচন নির্বাসনে, কোকিিলারা।
হানিফ সংকেতশোধ-বোধ।
ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদছেঁড়াতার, পথিক।
তুলসী লাহিড়ীওরে বিহঙ্গ।
সাঈদ আহমদকালবেলা, তৃষ্ণায়।
বিজন ভট্টাচার্যনবান্ন।
আনিস চৌধুরীমানচিত্র, এ্যালবাম।
জিয়া হায়দারএলেবেলে।
মমতাজ উদ্দিন আহমেদস্বাধীনতা আমার স্বাধীনতা।
জোবেদা খানম(উল্লেখ নেই)
ইব্রাহীম খলিলস্পেনবিজয়ী মুসা।
শাহাদাৎ হোসেনআনারকলি, মসনদের মোহ।
Reference: অগ্রদূত বাংলা