মুঘল স্থাপত্যকলা বিস্তারে শায়েস্তা খা

মুঘল স্থাপত্যকলা বিস্তারে শায়েস্তা খাঁ

  • সম্রাট আওরঙ্গজেবের মামা সুবেদার শায়েস্তা খাঁ ঢাকা শহরের প্রধান স্থাপত্য লালবাগ কেল্লার নির্মাণ কাজ শেষ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। 
  • তাঁর কন্যা বিবি পরির (আসল নাম ইরান দুখত) মাজার অবস্থিত লালবাগ দুর্গের ভেতরে। এটি শায়েস্তা খান পরি বিবির স্মৃতি রক্ষার্থে নির্মাণ করেছিলেন। 
  • লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গবাদ দুর্গ। 
  • শায়েস্তা খান ১৬৭৬ খ্রিষ্টাব্দে হোসেনী দালান নির্মাণ করেন। 
  • শায়েস্তা খান চকবাজারের মসজিদ, মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী