গৌড় কেন্দ্রিক স্থাপত্য
গৌড় কেন্দ্রিক স্থাপত্য
- রুকনউদ্দিন বরবক শাহ গৌড়ের দাখিল দরওয়াজা নির্মাণ করেন।
- আলাউদ্দিন হুসেন শাহ গৌড়ের সমাধি তোরণ নির্মাণ করেন।
- সুলতান সিকান্দার শাহ ১৩৬৯ খ্রিষ্টাব্দে গৌড়ের 'আদিনা মসজিদ' নির্মাণ করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী