বাংলার রাজধানী হিসেবে ঢাকা

বাংলার রাজধানী হিসেবে ঢাকা

  • ১৬১০ সালে সুবেদার ইসলাম খান বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করে এর নাম রাখেন 'জাহাঙ্গীর নগর'।
  • ১৬৩৮ সালে মুঘল সম্রাট শাহজাহনের দ্বিতীয় পুত্র শাহজাদা মুহম্মদ সুজা বাংলার সুবেদার নিযুক্ত হলে রাজধানী ঢাকা থেকে রাজমহলে স্থানান্তর করেন।
  • ১৬৬০ সালে মীর জুমলা সম্রাট আওরঙ্গজেব কর্তৃক সুবেদার নিযুক্ত হলে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন।
  • ১৭১৭ সালে নবাব মুর্শিদকুলী খান রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
  • ১৭৯৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়েলেসলিকে গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ করলে তিনি বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তর করেন।
  • ১৯০৫ সালে গভর্নর জেনারেল লর্ড কার্জন 'বঙ্গভঙ্গ' বাস্তবায়ন করলে ঢাকাকে নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের রাজধানী করা হয়।
  • ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইনের ফলে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে 'ঢাকা' মর্যাদা লাভ করে।
  • ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর 'ঢাকা' রাজধানী হিসেবে মর্যাদা লাভ করে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী