আলিবর্দি খান

আলিবর্দি খান

  • মুর্শিদকুলি খানের পর বাংলা-বিহার, উড়িষ্যার নবাব হন বিহারের নায়েব-ই-নাজিম আলিবর্দি খান।
  • বাংলার জনগণের জীবন অতিষ্ঠ করে তুলেছিল বর্গি নামে পরিচিত মারাঠি দস্যুরা। আলিবর্দি খান বর্গিদের দেশ থেকে বিতাড়িত করেন।
  • আলিবর্দি খানের সময় ইংরেজসহ বিভিন্ন ইউরোপীয় বণিকদের অপতৎপরতা বন্ধ হয়।
  • আলিবর্দি খান বাংলার স্বাধীন নবাব ছিলেন ১৭৫৬ সাল পর্যন্ত।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী