শায়েস্তা খান

শায়েস্তা খান

  • শায়েস্তা খান ছিলেন মুঘল সুবাদার ও সম্রাট আওরঙ্গজেবের মামা।
  • সম্রাট আওরঙ্গজেব ১৬৬৪ থেকে ১৬৮৮ সাল পর্যন্ত শায়েস্তা খানকে দু'দফায় বাংলার সুবাদার নিযুক্ত করেন।
  • শায়েস্তা খানের সময়ে ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত।
  • শায়েস্তা খান মগদের উৎপাত থেকে বাংলার জনগণের জান-মাল রক্ষা করেন।
  • শায়েস্তা খান সন্দ্বীপ ও চট্টগ্রাম অধিকার করে আরাকানি জলদস্যুদের সম্পূর্ণরূপে উৎখাত করেন এবং চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ।
  • শায়েস্তা খানের আমলকে বাংলায় মুঘল স্থাপত্য শিল্পের 'স্বর্ণযুগ' হিসেবে অভিহিত করা হয়।
  • তাঁর আমলে নির্মিত স্থাপত্যকর্মগুলো হলো ছোট কাটরা, লালবাগ কেল্লা, তার কন্যা পরী বিবির সমাধি সৌধ, হোসেনী দালান, বুড়িগঙ্গার মসজিদ, চক মসজিদ প্রভৃতি।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী