ইসলাম খান
ইসলাম খান
- সুবাদার ইসলাম খান বারোভূঁইয়াদের নেতা মুসা খানকে দমন করার জন্য রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন।
- ইসলাম খান ঢাকার নাম দেন 'জাহাঙ্গীরনগর'।
- ইসলাম খান ১৬১০ সালে ঢাকাকে বাংলার রাজধানী করেন।
- সুবাদার ইসলাম খানের সময়ে মুসা খান সহ সকল বারো ভূঁইয়া মুঘলদের অনুগত্য মেনে নেয় এবং বাংলা সুবাদারি শাসন প্রতিষ্ঠিত হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী