শুর শাসন
শূর শাসন (১৫৪০-১৫৫৫)
- শের শাহ (১৫৪০-১৫৪৫)
- শের শাহ বাংলায় যে আফগান রাজবংশ প্রতিষ্ঠিত করেন তা ইতিহাসে 'শূর বংশ' নামে পরিচিত।
- ১৫৩৮ সালে তিনি বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদকে পরাজিত করে বাংলা দখল করেন।
- শের খান ১৫৩৯ সালে চৌসা এবং ১৫৪০ সালে কনৌজের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ূনকে পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করে 'শের শাহ' উপাধি ধারণ করেন।
- শের শাহ বাংলায় ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন।
- কৃষকদের জন্য তিনি কবুলিয়ত ও পাট্টা প্রথা প্রবর্তন করেন।
- তিনি 'দাম' নামক মুদ্রার প্রচলন করেন।
- শেরশাহ সড়ক-ই-আজম (পরবর্তীতে ইংরেজদের দেয়া নাম গ্রান্ড ট্রাঙ্ক রোড) নামে সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত ৪৮৩০ কিমি দীর্ঘ একটি মহাসড়ক নির্মাণ করেন।
- ১৫৪৫ সালে বারুদ বিস্ফোরণে শের শাহ নিহত হন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী