শাহজাহান/খুররম

শাহজাহান/খুররম (১৬২৭-১৬৫৮)

  • শাহজাহানের সময়ে ভারতবর্ষে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। তাকে Prince of Builders বলা হয়।
  • তিনি আগ্রায় যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ করেন। স্ত্রী মমতাজ মহল চতুর্দশ সন্তান এর জন্মদানকালে মারা গেলে পত্নীপ্রেমের নিদর্শন হিসেবে তিনি এটি নির্মাণ করেন।
  • ইস্তাম্বুলের অধিবাসি ওস্তাদ ঈসা তাজমহলের প্রধান স্থপতি ছিলেন।
  • দিল্লীর লালকেল্লা দিওয়ানে আম, দিওয়ানে খাস এবং বিখ্যাত 'ময়ূর সিংহাসন' তার অমর কীর্তি।
  • সম্রাটের মুকুটে কোহিনূর হীরা শোভা পেত। ১৭৩৯ খ্রিষ্টাব্দে পারস্যের সম্রাট নাদির শাহ দুর্বল মুঘল সম্রাট মুহাম্মদ শাহ এর আমলে এ হীরা পারস্যে নিয়ে যায়। এটি বর্তমান ইংল্যান্ডের রানীর রাজপ্রাসাদে শেষ পাচ্ছে।
  • এ সম্রাটের অনুমতিক্রমে ইংরেজরা বাংলায় 'পিপিলাই' নামক স্থানে প্রথম সরাসরি বাণিজ্য কুঠি বা বাণিজ্যকেন্দ্র স্থাপন করে।
  • সম্রাট শাহজাহানের চার পুত্র হলো দারা, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী