জালাল উদ্দিন মুহম্মদ আকবর

জালাল উদ্দিন মুহম্মদ আকবর (১৫৫৬-১৬০৫)

  • পিতা হুমায়ুনের মৃত্যুর পর তিনি মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
  • সম্রাট আকবরের সময় ১৫৫৬ সালে পানি পথের দ্বিতীয় যুদ্ধে সেনাপতি বৈরাম খান ও আফগান নেতা হিমুর বিরুদ্ধে জয়লাভ করে।
  • সম্রাট আকবর কর্তৃক গৃহীত পদক্ষেপের মধ্যে জিজিয়া কর রহিতকরণ, তীর্থ কর রহিতকরণ, দ্বীন-ই-ইলাহী প্রবর্তন, মনসবদারী প্রথা, বাংলা সন প্রবর্তন প্রভৃতি উল্লেখযোগ্য।
  • তাকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট হিসেবে অভিহিত করা হয়।
  • ১৫৭৬ সালে সম্রাট আকবর বাংলা বিজয় করেন। তার সময়ে সমগ্র বঙ্গ দেশ 'সুবহ-ই-বাঙ্গালাহ' নামে পরিচিত ছিল।
  • সম্রাট আকবরের রাজসভায় সদস্যদের মধ্যে ছিলেন আবুল ফজল, ফৈজী, টোডরমল, বীরবল, মানসিংহ প্রমুখ ব্যক্তিবর্গ।
  • আবুল ফজল 'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা।
  • আকবরের রাজসভার গায়ক তানসেনকে বলা হয় 'বুলবুল-ই-হিন্দ'।
  • টোডরমল ভূমি রাজস্ব ব্যবস্থা করেন। 
  • সম্রাট আকবর প্রচলিত হিজরী চান্দ্র পঞ্জিকাকে সৌরপঞ্জিকায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন এবং ইরানের বিশিষ্ট জ্যোতির্বিদ ফতুল্লাহ শিরাজীকে হিজরী রূপান্তরিত করার দায়িত্ব প্রদান করেন।
  • ফতুল্লাহ শিরাজীর সুপারিশে সম্রাট আকবর ৯৯২ হিজরী (১৫৮৪ খ্রিস্টাব্দ)-এ বাংলা সৌর বর্ষপঞ্জীর প্রবর্তন করেন। তবে তিনি ২৯ বছর পূর্বে তাঁর সিংহাসনে আরোহণের দিন থেকে এ পঞ্জিকা প্রচলনের নির্দেশ দেন। এজন্য ৯৬৩ হিজরী (১৫৫৬ খ্রি.) থেকে বঙ্গাব্দ গণনা শুরু হয়।
  • গ্রেগরিয়ান সনের মতো বাংলা সনেও মোট ১২টি মাস। বৈশাখ বঙ্গাব্দের প্রথম মাস এবং পহেলা বৈশাখকে নববর্ষ ধরা হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী