নাসির উদ্দিন মুহম্মদ হুমায়ুন (১৫৩০-১৫৫৬)
- ৩০ ডিসেম্বর ১৫৩০ সম্রাট হুমায়ুন ক্ষমতা লাভ করেন এবং ১৭ মে ১৫৪০ সিংহাসনচ্যুত হন।
- সম্রাট হুমায়ুন ১৫৪০ সালে শেরশাহের বিরুদ্ধে কনৌজের যুদ্ধে পরাজিত হন।
- ১৫৫৫ সালে পারস্য সম্রাটের সহায়তায় হুমায়ুন পুনরায় দিল্লি দখল করেন।
- সম্রাট হুমায়ুন বাংলাকে জান্নাতবাদ বলে আখ্যায়িত করেন।
- সম্রাট হুমায়ুন ১৫৫৬ সালে দিল্লির অদূরে একটি পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন।