পানিপথের যুদ্ধ

পানিপথের যুদ্ধ

  • পানিপথ- উত্তর-পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর।
  • একটি দিল্লি থেকে ৯০ কি.মি. উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত।
  • এখানে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়।

পানিপথের প্রথম যুদ্ধ

  • যুদ্ধ: বাবর বনাম ইব্রাহিম লোদী
  • সময়কাল: ২১শে এপ্রিল, ১৫২৬
  • ফলাফল: ইব্রাহিম লোদী পরাজিত ও নিহত হন। বাবর এই যুদ্ধে ভারতের ইতিহাসে প্রথম কামান ব্যবহার করেন।

পানিপথের দ্বিতীয় যুদ্ধ

  • যুদ্ধ: আকবরের সেনাপতি বৈরাম খান বনাম আফগান নেতা হিমু
  • সময়কাল: ১৫৫৬ সাল
  • ফলাফল: হিমু পরাজিত ও নিহত হন। আকবর দিল্লি অধিকার করেন।

পানিপথের তৃতীয় যুদ্ধ

  • যুদ্ধ: আহমদ শাহ আবদালি বনাম মারাঠা
  • সময়কাল: ১৭৬১ সাল
  • ফলাফল: আহমদ শাহ আবদালি মারাঠাদিগকে পরাজিত করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী