আলাউদ্দিন হুসেন শাহ (১৪৯৩-১৫১৯ খ্রি.)
- আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন স্বাধীন বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
- আলাউদ্দিন হুসেন শাহ মক্কা থেকে গৌড়ে আসেন এবং হাবসি সুলতান মুজাফফর শাহের অধীনে চাকরি লাভ করেন। পরে তিনি সুলতানের উজির হন।
- আলাউদ্দিন হুসেন শাহ ১৪৯৩ সালে গৌড়ের সিংহাসন দখল করেন।
- হুসেন শাহি আমল ছিলো বাংলার স্বাধীন সুলতানি যুগের সবচেয়ে গৌরবময় সময়।
- আলাউদ্দিন হুসেন শাহ এর সময় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যদেবের আবির্ভাব হয় এবং তাঁকে ধর্মপ্রসারে সব রকমের সহযোগিতা করেন।
- আলাউদ্দিন হুসেন শাহ গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন।
- আলাউদ্দিন হুসেন শাহ এর শাসনকালকে বঙ্গে মুসলমান শাসনের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়।
- আলাউদ্দিন হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় মালাধর বসু 'শ্রীমদভগবত' ও 'পুরাণ' বাংলা ভাষায় অনুবাদ করেন।
- সুলতান হুসেন শাহ ও নাসির উদ্দিন নুসরত শাহের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর, 'পরাগলী মহাভারত' অনুবাদ করেন।
- আলাউদ্দিন হুসেন শাহ দীর্ঘ ২৬ বছর বাংলা শাসন করেন এবং ১৫১৯ সালে পরলোকগমন করেন।