গিয়াসউদ্দিন আজম শাহ

গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৯৩-১৪১১ খ্রি.)

  • গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহের দৌহিত্র।
  • গিয়াসউদ্দিন আজম শাহের ন্যায়বিচারের অতি উজ্জ্বল কাহিনি বর্ণিত হয়েছে গোলাম হুসেন সলীমের ঐতিহাসিক গ্রন্থ 'রিয়াজ-উস-সালাতিনে'।
  • গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় কবি শাহ মুহাম্মদ সগীর 'ইউসুফ জোলেখা' কাব্য রচনা করেন।
  • গিয়াসউদ্দিন আজম শাহের সাথে পারস্যের প্রখ্যাত কবি হাফিজের পত্রালাপ ছিলো। গিয়াসউদ্দিন আজম শাহ কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন।
  • ইলিয়াস শাহি বংশের শেষ সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। এ সুলতান বঙ্গের শ্রেষ্ঠ সুলতানদের অন্যতম ছিলেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী