শামসুদ্দিন ইলিয়াস শাহ

শামসুদ্দিন ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৮ খ্রি.)

  • ১৩৪২ সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ লখনৌতি তথা উত্তর ও উত্তর-পশ্চিম বাংলায় রাজধানী ফিরোজাবাদের ইলিয়াস শাহি রাজবংশ প্রতিষ্ঠা করেন। 
  • সমসাময়িক সময়ে পূর্ব বাংলার সোনারগাঁওয়ে স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। 
  • ফখরুদ্দিনের মৃত্যুর পর তাঁর পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহ সিংহাসনে বসলে ১৩৫২ সালে ইলিয়াস শাহ গাজি শাহকে পরাজিত ও হত্যা করে সোনারগাঁ দখলের মাধ্যমে সমগ্র বাংলার অধিপতি হন। 
  • ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার স্বাধীনতার সূচনা করলেও বাংলার প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহ।
  • ১৩৫৮ সাল পর্যন্ত সমগ্র বাংলা শাসন করেন ইলিয়াস শাহ।
  • ইলিয়াস শাহ শাহ-ই বাঙালা ও শাহ-ই-বাঙালিয়ান উপাধি গ্রহণ করেছিলেন।
  • ইলিয়াস শাহের সময় থেকে বাংলার সকল অঞ্চলের অধিবাসী বাঙালি বলে পরিচিত হয় এবং সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙালা নামে অভিহিত হয়।
  • ইলিয়াস শাহকে মধ্যযুগের ইতিহাসে প্রথম বাঙালি জাতীয়তাবাদের প্রষ্টা হিসেবে মূল্যায়ন করা হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী