দিল্লির সুলতান ইলতুতমিশের বাংলা জয়
- বখতিয়ার খলজির মৃত্যুর পর তাঁর সহযোদ্ধা ইওজ খলজি বাংলার সুলতান হন।
- দিল্লির সুলতান ইলতুৎমিশ ১২২৫ সালে বাংলা অভিযান করেন। ইওজ খলজি দিল্লির সুলতানের সাথে সন্ধি করে এবং সুলতান তাকে বাংলার শাসক পদে বহাল রেখে দিল্লি ফিরে যান। সুলতান ইলতুৎমিশ দিল্লি ফিরে যাওয়া মাত্র ইওজ খলজি পুনরায় স্বাধীনতা ঘোষণা করেন।
- সুলতান ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ লখনৌতি আক্রমণ করে ইওজ খলজিকে হত্যা করে বঙ্গদেশ পুরোপুরি দিল্লির অধিকারে আনেন।
- সুলতান ইলতুৎমিশের অন্যতম কৃতিত্ব বাংলায় আধিপত্য বিস্তার।