ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি
- বখতিয়ার খলজি জাতিতে তুর্কি এবং বংশে খলজি ছিলেন।
- তিনি ১১৯৫ খ্রিষ্টাব্দে জীবিকার অন্বেষণে গজনিতে আসেন।
- গজনীর সুলতান মোহাম্মদ ঘুরীর সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের অনুমতিক্রমে তিনি ১২০৪ সালে ত্রয়োদশ শতাব্দির শুরুতে বাংলার শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশে মুসলমান শাসনের সূচনা করেন।
- রাজা লক্ষণ সেনের রাজধানী ছিলো গৌড়। নদীয়া ছিল তাঁর দ্বিতীয় রাজধানী।
- বখতিয়ার খলজি ১২০৪ সালে নদীয়া তথা বাংলা জয় করেন।
- বখতিয়ার খলজী ১২০৬ খ্রিষ্টাব্দে দেবকোটে মৃত্যুবরণ করেন। অনুমান করা হয় আলি মর্দান নামে একজন সহযোদ্ধা তাকে হত্যা করেছিল।
- বাংলায় খলজি মালিকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, বিদ্রোহ ও বিশৃঙ্খল অবস্থার জন্য জিয়াউদ্দিন বারানী বাংলার নাম বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলেন।