আলাউদ্দিন খলজি (১২৯৬-১৩১৬)
- বাংলার ইতিহাসে আলাউদ্দিন খলজি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
- তিনি ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজির ভাইপো।
- পর্যটক ইবনে বতুতা আলাউদ্দিন খলজিকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত করেছেন।
- ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী, কবি হোসেন দেহলবী, কবি আমির খসরু প্রমুখ গুণীজন তাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন।