প্রাচীন বাংলার চিত্রশিল্প
- পাল শাসনামলে বাংলায় চিত্রশিল্পের বিকাশ শুরু হয়।
- চিত্রাঙ্কন করার রীতি প্রচলিত ছিল বৌদ্ধ বিহার ও মন্দিরে দেয়াল সৌন্দর্যময় করার জন্য।
- বৌদ্ধ লেখকরা তালপাতা অথবা কাগজে তাদের পুস্তকের পাণ্ডুলিপি তৈরি করতেন। রাজা রামপালের রাজত্বকালের রচিত বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন আঁটসাহপ্রিকা প্রজ্ঞাপারমিতা পুঁথি।
- অজন্তার গুহাচিত্র গুপ্ত যুগে আঁকা হয়।
- রেখার সাহায্যে চিত্রাঙ্কনের আরেকটি দৃষ্টান্ত হলো সুন্দরবনে প্রাপ্ত ভোম্বনপালের তাম্রশাসনের অপর পিঠে উৎকীর্ণ বিষ্ণুর রেখাচিত্র।