সোমপুর বিহার
সোমপুর/পাহাড়পুর বিহার
- ধর্মপাল অষ্টম শতকে নওগাঁ জেলার পাহাড়পুরে এক প্রকাণ্ড বিহার নির্মাণ করেন।
- সোমপুর বিহার উপমহাদেশে আবিষ্কৃত হওয়া সবচেয়ে বড় বিহার।
- এই বিহারটির আরেকটি নাম পাহাড়পুর বিহার।
- পাহাড়পুর প্রত্নস্থান থেকে সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য পাওয়া যায়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী