পুন্ড্রনগর

পুণ্ড্রনগর

  • বাংলার প্রাচীনতম বসতি ছিল পুণ্ড্র নগর।
  • পুণ্ড্র আখের একটি প্রজাতি। আখের অত্যধিক ফলনের জন্য এ অঞ্চল পুণ্ড্রভূমি নামে পরিচিত ছিল।
  • পুণ্ড্রনগর মৌর্য ও গুপ্ত রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল। এখানে রয়েছে সম্রাট অশোক নির্মিত বৌদ্ধ জাগল যা 'বেহুলার বাসর ঘর' নামে পরিচিত।
  • মহাস্থানগড়ে প্রাপ্ত ব্রাহ্মী লিপি বাংলার প্রাচীনতম শিলালিপি।
  • কথিত আছে, এ অঞ্চলে শাহ সুলতান বলখী (রহ.) ইসলামের পতাকা উড়ান।
  • মহাস্থানগড়ের দর্শনীয় স্থান শাহ সুলতান বলখীর মাজার, পরশুরামের প্রাসাদ, খোদার পাথর ভিটা, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, লক্ষীন্দরের মেধা ইত্যাদি।
  • ২০১৭ সালে মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী