সেন শাসনের অবসান
সেন শাসনের অবসান
- মুসলমান সেনাপতি বখতিয়ার খলজি তেরো শতকের প্রথম দিকে অর্থাৎ ১২০৪ সালে নদীয়া আক্রমণ করেন। এ আক্রমণে বৃদ্ধ লক্ষণ সেন পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন।
- বখতিয়ার খলজি উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা অধিকার করে নেন।
- লক্ষণাবতীকে (গৌড়) কেন্দ্র করে বাংলার মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
- দক্ষিণ-পূর্ব বাংলায় লক্ষণ সেন আরও ২/৩ বছর রাজত্ব করেন।
- ১২০৬ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১২০৫ খ্রিষ্টাব্দে) লক্ষণ সেন মৃত্যুমুখে পতিত হন।
- লক্ষণ সেনের মৃত্যুর পর তাঁর দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন ১২৩০ খ্রিষ্টাব্দ পর্যন্ত পূর্ব বাংলা শাসন করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী