রামপাল
রামপাল
- ১০৮২-১১২৪ খ্রিষ্টাব্দে রামপাল পাল সিংহাসনে আরোহণ করেন।
- পাল বংশের সর্বশেষ সফল শাসক ছিলেন রামপাল।
- রামপালের জীবনকথা জানা যায় প্রাচীন বাংলার কবি সন্ধ্যাকর নন্দী রচিত 'রামচরিত' থেকে।
- রামপাল কৈবর্ত দখলে যাওয়া রাজ্য বরেন্দ্র উদ্ধার করেন।
- রামপালের পর সিংহাসনে বসেন কুমারপাল, তৃতীয় গোপাল ও মদনপাল।
- মদনপাল ছিলেন পাল বংশের শেষ রাজা তাঁর পৃষ্ঠপোষকতায় সন্ধাকর নন্দী 'রামচরিত' রচনা করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী