কৈর্ব্ত্য বিদ্রোহ

কৈবর্ত্য বিদ্রোহ

  • দুর্বল শাসন, বিদেশি আক্রমণ, দেশের অভ্যন্তরের বিরোধ ও অনৈক্যে পাল সাম্রাজ্য যখন বিপর্যস্ত তখন বাংলার বিভিন্ন অংশে ছোট ছোট স্বাধীন রাজ্যের সৃষ্টি হয়।
  • দ্বিতীয় মহিপালের সময় উত্তর বঙ্গের বরেন্দ্র অঞ্চলের সামন্তবর্গ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে। ইতিহাসে এ বিদ্রোহ 'কৈবর্ত বিদ্রোহ' নামে পরিচিত।
  • কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত নায়ক দিব্যোক বা দিব্য। বরেন্দ্র দখল করে নিজ শাসন প্রতিষ্ঠা করেন দিব্য।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী