মাৎস্যন্যায় ও পাল বংশের উত্থান
- অবিভক্ত বাংলার ১ম রাজা শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়।
- পৃষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়।
- বাংলার সবল অধিপতিরা ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিলেন। এ অরাজকতার সময়কালকে ধর্ম পালের আমলে উৎকীর্ণ 'খালিমপুর তাম্রশাসনে' আখ্যায়িত করা হয়েছে 'মাৎস্যন্যায়' বলে। পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে 'মাৎস্যন্যায়' বলে। ৭ম শতক থেকে ৮ম শতক পর্যন্ত একশ বছরব্যাপী এ অরাজকতা চলে।
- অষ্টম শতকের মাঝামাঝি পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে এ অরাজকতার অবসান ঘটে।
- গোপালের বাংলার সিংহাসন আরোহণের মধ্য দিয়ে বংশানুক্রমিক পাল বংশের শুরু হয়।
- পাল রাজবংশের রাজাগণ সবচেয়ে দীর্ঘ সময় অর্থাৎ একটানা ৪০০ বছর এদেশ শাসন করেন।