স্বাধীন বঙ্গ রাজ্য
স্বাধীন বঙ্গ রাজ্য
- তাম্রপত্রে খোদাই করা রাজার বিভিন্ন ঘোষণা বা নির্দেশ থেকে জানা যায় স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব নামে ৩জন রাজা।
- তাঁরা সবাই 'মহারাজাধিরাজ' উপাধি গ্রহণ করেছিলেন।
- তাঁদের রাজত্বকাল ছিলো ৫২৫ থেকে ৬০০ খ্রিষ্টাব্দের মধ্যে অর্থাৎ ৭৫ বছর।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী