বরেন্দ্র
বরেন্দ্র
- বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি প্রাচীন বাংলায় একটি জনপদ। এই জনপদটির অন্যনাম উত্তরবঙ্গের জনপদ।
- পুণ্ড্রের একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল।
- বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল উত্তরবঙ্গের বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং পাবনা জেলাজুড়ে।
- বরেন্দ্র অঞ্চল বলতে বিশেষ করে বর্তমানের রাজশাহী অঞ্চলকে বোঝায়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী