সমতট

সমতট

  • পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান ছিলো।
  • সমতট বর্তমান কুমিল্লা ও নোয়াখালীর প্রাচীন নাম।
  • গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী বিস্তৃত ছিলো সমতট অঞ্চল।
  • কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল।
  • কুমিল্লার ময়নামতিতে সন্ধান পাওয়া প্রাচীন নিদর্শনের একটি শালবন বিহার।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী