পুণ্ড্র
পুণ্ড্র
- পুণ্ড্র সভ্যতার নিদর্শনের দিক দিয়ে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীনতম জনপদ।
- এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল বর্তমানে বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে।
- পুণ্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
- পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর।
- প্রাচীন পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন বর্তমান মহাস্থানগড়ে অবস্থিত। এ মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র ছিল।
- পুণ্ড্রনগরে প্রাপ্ত পাথরের চাকতিতে খোদাই করা লিপি বাংলাদেশে প্রাপ্ত প্রাচীনতম শিলালিপি।
- পুণ্ড্রনগরে বাংলাদেশে প্রাচীনতম বসতি গড়ে উঠে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী