বাংলার প্রাচীন জনপদভুক্ত অঞ্চলসমূহ
প্রাচীন জনপদ | বর্তমান অঞ্চল |
গৌড় | পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ |
বঙ্গ | ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী |
পুণ্ড্র | বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা |
হরিকেল | সিলেট (শ্রীহট্ট), চট্টগ্রাম |
সমতট | কুমিল্লা ও নোয়াখালী |
বরেন্দ্র | দিনাজপুর, রাজশাহী, বগুড়া (মহাস্থানগড়) এবং পাবনা |
তাম্রলিপ্ত | পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা |
চন্দ্রদ্বীপ | বরিশাল |
উত্তর রাঢ় | মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, বীরভূম জেলা এবং বর্ধমান |
দক্ষিণ রাঢ় | বর্ধমানের দক্ষিণাংশ, হুগলির বহুলাংশ এবং হাওড়া জেলা |