অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান
✓ যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে।
✓ ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদানের অন্তর্ভুক্ত হলো- লিপিমালা, স্মৃতিজ্ঞ, মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, তাম্রশাসন (তামার পাত্রে খোদাই করা প্রাচীন রাজাজ্ঞা), ইমারত, পোড়ামাটির ফলক, স্থাপত্য- ভাস্কর্য, স্মৃতিসৌধ, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ প্রভৃতি।
✓ প্রচলিত বিশ্বাস, অতিকথন, রূপকথা, কাহিনিমালা, পুঁথি প্রভৃতিও অলিখিত উপাদান হিসেবে বিবেচিত।