বাঙালি জাতির উৎপত্তি

বাঙালি জাতির উৎপত্তি

  • বাঙালি জাতি সংকর জাতি হিসেবে পরিচিত।
  • বাঙালি জাতি সামগ্রিকভাবে ২ ভাগে বিভক্ত যথা- আর্য ও অনার্য নৃগোষ্ঠী।
  • আর্যদের আগমনের পূর্বে অনার্যরা এদেশে বসতি করত।
  • সম্ভবত খ্রিস্টপূর্ব ১৪০০ বা ১৫০০ অব্দে আর্যরা প্রথম উপমহাদেশে আগমন করে।
  • আর্যজাতি ভারতে প্রবেশ করার পর সিন্ধু বিধৌত অঞ্চলে তথা উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে প্রথমে বসতি স্থাপন করে।
  • আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে কিরঘিজ তৃণভূমি অঞ্চলে যা বর্তমানের ইরান।
  • সনাতন ধর্মালম্বী আর্যদের ধর্মগ্রন্থের আদি নাম বেদ।
  • অনার্য হলো নেগ্রিটো, দ্রাবিড়, অস্ট্রিক ও ভোটচীনীয় (Sino-Tibetan) জনগোষ্ঠির লোকজন।
  • অস্ট্রিক জাতি ইন্দোচীন থেকে আসাম হয়ে বঙ্গভূমিতে আসে।
  • অস্ট্রিক জাতি নেগ্রিটোদের উৎখাত করে এদেশে বসতি স্থাপন করে।
  • অস্ট্রিক জাতির সমকালে দক্ষিণ ভারতের আদি অধিবাসী দ্রাবিড় জাতি এদেশে আসে এবং সভ্যতায় উন্নয়ন বলে তারা অস্ট্রিকদের গ্রাস করে।
  • অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় বা ভোটচীনীয় এবং আর্যজাতির সংমিশ্রণে অন্তত দেড় হাজার বছরের অনুশীলন, গ্রহণ, বর্জন ও রূপান্তরের মাধ্যমে বাঙালি জাতি গড়ে উঠেছে।
  • আর্যদের পরে বঙ্গদেশে মঙ্গোলীয় বা ভোটচীনীয় (Sino-Tibetan) জাতির আগমন হয়। বাঙালির রক্তে মঙ্গোলীয়দের মিশ্রণ উল্লেখযোগ্য নয়।
  • বাঙালির প্রধান অংশ গড়ে উঠেছে প্রাচীন অস্ট্রিক বা আদি অস্ট্রেলীয় জাতি থেকে। কেউ বা এদের নিষাদ জাতি বলে থাকেন। এ জাতির মুখের ভাষা ছিল অস্ট্রিক ভাষা।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী