জাতীয় প্রতীক
জাতীয় প্রতীক
- বাংলাদেশের জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, শীর্ষ চূড়ায় পরস্পর সংযুক্ত কুঁড়িসহ তিনটি পাট গাছের পাতা এবং উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা বেষ্টিত প্রতীক।
- জাতীয় প্রতীকে অন্তর্ভুক্ত বিষয় চারটি। ভাসমান ফুটন্ত শাপলা, ধানের শীষ, কুঁড়িসহ তিনটি পাটপাতা এবং তারকা।
- জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান ও মোহাম্মদ ইদ্রিস।
- জাতীয় প্রতীকে ফুটে উঠেছে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য এবং অর্থনীতির বৈশিষ্ট্য।
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় প্রতীক ব্যবহারের অধিকার সংরক্ষণ করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী