বাংলাদেশের দ্বীপ
বাংলাদেশের দ্বীপ
- বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা। পর্যটন শিল্পের প্রচারার্থে ভোলা জেলার নিজস্ব ব্রান্ডিং-য়ের জন্য নাম রাখা হয় দ্বীপের রানী।
- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ (Coral Island) এর নাম সেন্টমার্টিন।
- সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় নাম নারিকেল জিনজিরা।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিনের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের সেন্টমার্টির দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত। এ দ্বীপে 'অলিভ টারটল' পাওয়া যায়।
- বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী।
- গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন ৭ বর্গ কিলোমিটার।
- দক্ষিণ তালপট্টি দ্বীপ হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত।
- বাংলাদেশের নিঝুম দ্বীপটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত।
- বাংলাদেশের সোনাদিয়া দ্বীপ সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী