আমেরিকার স্বাধীনতা যুদ্ধ

আমেরিকার স্বাধীনতা যুদ্ধ (১৭৭৫-১৭৮৩ খ্রি.) ((American Revolutionary War(1775-1783 AD)))

ব্রিটেনের বণিক সম্প্রদায় ১৬০৭ সালে যুক্তরাষ্ট্রের জেমস টাউনে (ভার্জিনিয়ায়) উপনিবেশ স্থাপন করে। এটি ছিল উত্তর আমেরিকা মহাদেশে ব্রিটেনের প্রথম উপনিবেশ। পরবর্তীকালে উত্তর আমেরিকায় উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া অব্যাহত থাকে এবং ১৭৩৩ সালের মধ্যে ১৩ টি উপনিবেশ গড়ে উঠে। ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার ১৩টি উপনিবেশ (দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস) স্বাধীনতার ঘোষণা করে। এজন্য প্রতিবছর ৪ জুলাই যুক্তরাষ্ট্রের 'স্বাধীনতা দিবস' হিসাবে পালিত হয়। টমাস জেফারসনের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করে। ঘোষণাপত্রে মোট ৫৬ জন প্রতিনিধি স্বাক্ষর করেন যাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি নিযুক্ত হন জর্জ ওয়াশিংটন।

আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান কারণগুলো নিম্নরূপ-

  • রাজা তৃতীয় জর্জ এর স্বেচ্ছাচারিতা
  • সুগার এ্যাক্ট, ১৭৬৪
  • বোস্টন হত্যাকাণ্ড (৫ মার্চ, ১৭৭০ খ্রি.)
  • চা আইন, ১৭৭৩ প্রর্বতনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনোরূপ শুল্ক পরিশোধ না করেই উপনিবেশে সরাসরি চা রপ্তানির সুযোগ লাভ করে। ফলে উপনিবেশের আমেরিকান ব্যবসায়ীগণের পক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে না পারায় এবং অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এ  অবস্থায় উপনিবেশবাসীরা কোম্পানি কর্তৃক আমদানিকৃত চা বর্জন করতে শুরু করে। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের আমদানিকৃত চা রাতে জাহাজ থেকে উপনিবেশের বন্দরে নামাতে না পারে সেজন্য উপনিবেশের আমেরিকান ব্যবসায়ীদের একাংশ তৎপর হয়। তারা ফিলাডেলফিয়া ও নিউইয়র্ক বন্দরে কোম্পানির জাহাজ থেকে চা খালাস বন্ধ রাখে। তবে বোস্টনে নোঙ্গরকৃত তিনটি জাহাজকে পোতাশ্রয় হতে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়ে একদল উপনিবেশবাসী ১৭৭৩ সালের ১৬ ডিসেম্বর রেড-ইন্ডিয়ানদের ছদ্মবেশে জাহাজে উঠে জাহাজের চায়ের পেটিগুলো সমুদ্রে নিক্ষেপ করে। আমেরিকার ইতিহাসে এই ঘটনা 'বোস্টন টি পার্টি (Boston Tea Party) নামে পরিচিত। 

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স প্রত্যক্ষভাবে উপনিবেশবাসীদের সাহায্য করে। ফ্রান্স ১৭৭৮ সালে উপনিবেশসমূহের সঙ্গে একটি সামরিক চুক্তি করে। চুক্তি অনুযায়ী ফ্রান্স আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ নৌ বাহিনীকে প্রতিরোধ করতে শুরু করে এবং উপনিবেশসমূহকে সৈন্য ও অস্ত্র দিয়ে সাহায্য করতে থাকে। আমেরিকান ও ফরাসি সৈন্য দ্বারা ব্রিটিশ সেনাপতি কর্নওয়ালিশ অবরুদ্ধ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত ১৭৮১ সালে আত্মত্মসমর্পণ করেন। ১৭৮২ সালের ২০ মার্চ ব্রিটিশ পার্লামেন্টে যুদ্ধ বন্ধের প্রস্তাব গৃহীত হয়। ১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের জন্য ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়, যা 'প্যারিসের শাস্তি'(Peace of Paris) নামে পরিচিত। যথা-

  1. প্যারিস চুক্তি: গ্রেট ব্রিটেন বনাম যুক্তরাষ্ট্রের মধ্যে প্যারিসে ১টি চুক্তি স্বাক্ষরিত হয়।
  2. ভার্সাই চুক্তি: গ্রেট ব্রিটেন বনাম ফ্রান্স-স্পেনের মধ্যে ভার্সাইয়ে ২টি চুক্তি স্বাক্ষরিত হয়।
  3. গ্রেট ব্রিটেন বনাম ডাচদের মধ্যে ১টি চুক্তি প্যারিসে স্বাক্ষরিত হয় ।
     
স্ট্যাচু অব লিবার্টি (Statue of Liberty)
অবস্থান  লিবার্টি দ্বীপ, ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
ভাস্করফ্রেডেরিক অগাস্ট বার্থোন্ডি
উৎসর্গ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপ-লক্ষে ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে।

ভাস্কর্যটি উপহার দেয়।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক