ল্যাতিন আমেরিকায় ইউরোপীয় উপনিবেশ

ল্যাতিন আমেরিকায় ইউরোপীয় উপনিবেশ

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর দ্বারা বিচ্ছিন্ন আমেরিকায় গড়ে উঠেছিলো মায়া, আজটেক এবং ইনকাদের দ্বারা সুপ্রাচীন সভ্যতা। মায়া সভ্যতা গড়ে উঠেছিলো মধ্য আমেরিকার মেক্সিকো, গুয়েতমালা, বেলিজ, হুন্ডুরাস এবং এলসালভাদরের পশ্চিমাংশে। মায়া ক্যালেন্ডার 'হাব' অনুযায়ী ২০ দিনে মাস এবং ১৮ মাসে বছর গণনা করা হতো। ১৫১৯-২১ সালে হারনাদো কর্তেজ নামক একজন কনকুইস্তাদোর (স্পেনীয় ভাষায় Conquistadores মানে অভিযানকারী) ৬০০ লোক, ৭টি কামান এবং ১৩টি ঘোড়া নিয়ে আজটেক সাম্রাজ্য মেক্সিকো আক্রমণ করে। আজটেকরা। কামান বা ঘোড়া ইতিপূর্বে দেখে নি। তারা ভয় পেয়ে যায়। এক মিলিয়ন আজটেক খুব সহজে পরাজিত হয় এবং কর্তেজ তাদের জমানো সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। ইনকা সম্রাটগণ পেরুতে তাদের বাসস্থান হিসাবে মাচু- পিচ্চূ নগরী গড়ে তুলেছিল। ১৫৩৩ খ্রিষ্টাব্দে আরেক কনকুইসটাডোর ফ্রান্সিসকো পিজারো ১৮০ আশি জন যোদ্ধা দিয়ে ইনকাদের সাম্রাজ্য আক্রমণ করে পেরু অধিকার করে নেয়। ইনকা সভ্যতার ব্যপ্তিকাল ছিল ১৪৩৮-১৫৩৩ খ্রি.।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক