(গ) আব্বাসীয় খিলাফত
আব্বাসীয় খিলাফতকে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। আব্বাসীয় খলিফারা মন্ত্রিদেরকে 'উজির' উপাধি দিয়েছিলেন।
ক) প্রথম পর্যায় (৭৫০-১২৫৮ খ্রি.)
- আবুল আব্বাস আস সাফ্ফাহ (৭৫০ ৭৫৪ খ্রি.) আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করেন।
- আবু জাফর আল মনসুর (৭৫৪ ৭৭৫ খ্রি.) প্রশাসনিক কাঠামোকে সুবিন্যস্ত ও সুদৃঢ় করার লক্ষ্যে ৭৬২ খ্রিষ্টাব্দে বাগদাদে রাজধানী স্থাপন করেন।
- হারুন আল রশিদ (৭৮৬-৮০৯ খ্রি.) ছিলেন সবচেয়ে খ্যাতিমান আব্বাসীয় খলিফা। খলিফার স্ত্রী জুবাইদা হাজীদের পানির কষ্ট লাঘবে পবিত্র মক্কা নগরীতে 'নহর-ই-যুবাইদা' খাল খনন করেন।
- আল মামুন (৮১৩-৮৩৩ খ্রি.) বাগদাদে জ্ঞান চর্চার জন্য 'বায়তুল হিকমা' (House of Wisdom) প্রতিষ্ঠা করেন। তিনি হুনাইন ইবনে ইসহাককে 'বায়তুল হিকমা' এর মহাপরিচালক নিযুক্ত করেন।
১২৫৮ খ্রিষ্টাব্দে কুখ্যাত মোঙ্গল নেতা হালাকু খানের হাতে বাগদাদ নগরীর পতন হয়।
খ) দ্বিতীয় পর্যায় (১২৬১-১৫১৭ খ্রি.): এ সময় রাজধানী ছিল কায়রো।