উমাইয়া খিলাফত

খ) উমাইয়া খিলাফত (৬৬১-৭৫০ খ্রি.)

মুয়াবিয়া (৬৬১ - ৬৮০ খ্রি.) খুলাফায়ে রাশেদীনের শেষ খলিফা হজরত আলী (রা.) কে বিশ্বাসঘাতকতার মাধ্যমে পরাজিত করে উমাইয়া বংশের শাসন চালু করেন। তাঁর রাজধানী ছিল দামেস্ক। ৬৭৯ খ্রিষ্টাব্দে পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকার মনোনয়নের মাধ্যমে খুলাফায়ে রাশেদীনের গণতান্ত্রিক শাসনের পরিবর্তে বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা করেন। তিনি সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন।

আবদুল মালিক (৬৮৫-৭০৫ খ্রি.) ছিলেন রাজেন্দ্র (Father of kings) কারণ পরবর্তীতে তাঁর চারপুত্র উমাইয়া সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনি প্রথম বিশুদ্ধ আরবি মুদ্রার প্রচলন এবং ডাক বিভাগের উন্নতি সাধন করেন। মহানবি (স.) যে পাথর খণ্ডের উপর দাড়িয়ে পবিত্র মিরাজে গমন করেন তাকে কেন্দ্র করে এর উপর তিনি আট কোণাবিশিষ্ট "কুব্বাতুস সাখরা" (Dome of the Rock) নির্মাণ করেন। তাঁর আরেকটি বড় কৃতিত্ব হলো দামেস্কে মুহাফেজখানা বা দস্তাবেজখানা (দিওয়ান-আল- রাসায়িল) প্রবর্তন।

প্রথম ওয়ালিদ বিন আব্দুল মালিক (৭০৫ ৭১৫ খ্রি.) এর শাসনামলে উমাইয়া সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃ তি লাভ করে। তাঁর সেনাপতি মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা এবং তারিক স্পেন জয় করে। মুসলমানরা ৭১১ খ্রিষ্টাব্দের অক্টোবরে স্পেন জয় করে।

প্রথম ওমর বিন আবদুল আজিজ (৭১৭৭২০ খ্রি.) খিলাফতে বসে খুলাফায়ে রাশেদীনের প্রবর্তিত নীতিসমূহ গ্রহণ করেন। তাঁকে উমাইয়া সাধু বা 'ইসলামের পঞ্চম খলিফা' বলা হয়।

                                                         স্পেনে মুসলমান শাসন

মুসলমানরা স্পেনে পৃথক খিলাফত প্রতিষ্ঠা করে। এ সময় দেশটি আন্দালুসিয়া নামে পরিচিত ছিল। রাজধানী ছিল কর্ডোভা। কর্ডোভা মধ্যযুগে ইউরোপ মহাদেশে জ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল বলে একে 'ইউরোপের বাতিঘর' (Light House of the Europe) বলা হতো।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক