রাশিদুন খিলাফত

ক) রাশিদুন খিলাফত (৬৩২ - ৬৬১ খ্রি.)

খোলাফায়ে রাশেদীনের সময় মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল মদিনায়।

১) হজরত আবুবকর সিদ্দিক (রা.) ছিলেন খোলাফায়ে রাশেদীনের প্রথম খলিফা। ৬৩২ খ্রিষ্টাব্দে হজরত মুহাম্মদ (স.) এর ইন্তিকালের পর আবুবকর (রা.) খলিফা নির্বাচিত হন। এ সময় আরবের বিভিন্ন উপজাতি বিদ্রোহ ঘোষণা করে। হজরত আবু বকর (রা.) এ সকল আরব উপজাতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ধর্মসংক্রান্ত এ সকল যুদ্ধকে রিদ্দা যুদ্ধ বলে। তিনি ভণ্ডনবিসহ এই সকল বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। এজন্য তাঁকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তিনি 'বায়তুল মাল' প্রতিষ্ঠা করেন। ইসলামি রাষ্ট্রের কেন্দ্রীয় অর্থ তহবিল বা জাতীয় কোষাগারকে বায়তুল মাল বলে। ৬৩৪ খ্রিষ্টাব্দে তিনি ইন্তিকাল করেন।

২) হজরত ওমর ইবনে আল খাত্তাব (রা.) ছিলেন খোলাফায়ে রাশেদীনের দ্বিতীয় খলিফা। তিনি খুবই ন্যায়পরায়ণ ও শক্তিমান শাসক ছিলেন। এজন্য তাকে 'ওমর দ্য গ্রেট' বলা হয়। তাঁর সময়ে ইসলামি সাম্রাজ্য সবচেয়ে বেশি   বিস্ততি লাভ করে।

৩) হজরত উসমান ইবনে আফফান (রা.) ছিলেন খোলাফায়ে রাশেদীনের তৃতীয় খলিফা। অধিকাংশ ঐতিহাসিকের মতে, ক হজরত ওসমান (রা.) সর্বপ্রথম ইসলামি মুদ্রার প্রচলন করেন।

৪) হজরত আলী ইবনে আবু তালিব (রা.) খোলাফায়ে রাশেদীনের সর্বশেষ খলিফা। শিশুদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। খাইবারের যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য মহানবি (স) তাঁকে 'আসাদুল্লাহ' (অর্থ- আল্লাহর সিংহ) উপাধিতে ভূষিত করেন। ৬৬১ খ্রিষ্টাব্দে কুফায় আততায়ীর হাতে শাহাদাত বরণ করেন। ইরাকের নাজাফে তাঁর মাযার অবস্থিত ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক