মঙ্গোল সাম্রাজ্য (১২০৬ - ১৩৬৮ খ্রি.)
ত্রয়োদশ শতাব্দীর শুরুতে দিগ্বিজয়ী নৃপতি চেঙ্গিস খান শক্তিশালী মঙ্গোল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তাঁর পৌত্র কুবলাই খান চীন থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন। ইউরোপীয়দের কাছে চীনের তৎকালীন নাম ছিল ক্যাথে। সে সময় ইউরোপের মানুষ দূরপ্রাচ্য বা চীন সম্পর্কে খুব বেশি জানত না। ইতালিয়ান পরিব্রাজক মার্কো পোলো ১২৭১ থেকে ১২৯৫ সাল পর্যন্ত ইউরোপ থেকে সিল্ক রোডে এশিয়া ভ্রমণ করেন এবং তাঁর এই ভ্রমণকাহিনী নিয়ে পরবর্তীতে তিনি একটি বই লেখেন। মার্কো পোলো প্রথম ইউরোপীয় ছিলেন না, যিনি প্রাচ্য ভ্রমণ করেন; কিন্তু তিনিই ছিলেন প্রথম ইউরোপীয়, যিনি প্রাচ্যকে পাশ্চাত্যের কাছে পরিচিত করিয়ে দিয়েছিলেন