প্রস্তর যুগ (Stone Age)
বিশ্বের ইতিহাসে প্রস্তর যুগ বলতে মানব ও তার সমাজের বিবর্তনের। একটা পর্যায়কে বোঝান হয়, যখন মানুষের ব্যবহার্য হাতিয়ার। তৈরির মূল উপকরণ ছিল পাথর। প্রস্তর যুগের শুরু হয় এখন থেকে প্রায় দশ লক্ষ বছর আগে। এর স্থায়িত্বকাল ছিল খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ অর্থাৎ এখন থেকে প্রায় ৫৫০০ বছর পূর্ব পর্যন্ত।
ক) প্রাচীন প্রস্তর যুগ (Paleolithic Period): প্রাচীন প্রস্তর যুগের স্থায়িত্বকাল ছিল দীর্ঘ। মধ্য প্রস্তর যুগ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত ছিল প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের। মানুষের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আগুন।
প্রাগৈতিহাসিক মানবের জীবাশ্ম আবিষ্কার
পিকিং মানব Peking Man | ১৯২৯ সালে পিকিংয়ের (আধুনিক বেইজিং) নিকট পাওয়া যায় প্রাগৈতিহাসিক) মানুষের মাথারখুলি ও চোয়ালের হাড় । |
জাভা মানব Java Man | ১৮৯১ সালে ইন্দোনেশিয়ার অন্তর্গত পূর্ব ৬. জাভার সোলো নদীর তীরে প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলি ও দাঁত আবিষ্কৃত হয়। |
হেইডেলবার্গ মানব Heidelberg Man | ১৯০৭ সালে জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক প্রাগৈতিহাসিক মানুষের নিচের চোয়ালের। হাড় আবিষ্কার করেন। |
খ) মধ্য প্রস্তর যুগ (Mesolithic Period): প্রাচীন প্রস্তর যুগের পর ২০ হাজার বছর পর্যন্ত ছিল মধ্য প্রস্তর যুগ। খ্রিষ্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত এ যুগ স্থায়ী ছিল। এ যুগে মানুষ পাথরের ব্যবহারে দক্ষতা অর্জন করে।
গ) নব্য প্রস্তর যুগ (Neolithic Period): মধ্য প্রস্তর যুগের পরবর্তী ৭ হাজার বছরকে বলা হয় নব্য প্রস্তর যুগ। এ যুগেও মানুষকে একান্তভাবে পাথরের সরঞ্জাম ও হাতিয়ারের উপর নির্ভর করতে হয়।