মহাদেশ

মহাদেশ

  • পৃথিবীর ৭ টি মহাদেশ রয়েছে । যথা-
আয়তনের ভিত্তিতে নংমহাদেশআয়তনে বৃহওম দেশআয়তনে ক্ষুদ্রতম  দেশ
এশিয়া চীন  মালদ্বীপ 
আফ্রিকা আলজেরিয়াসিচেলিস
উওর আমেরিকাকানাডাসেন্টকিউটস এন্ড নেভিস
দক্ষিন  আমেরিকা ব্রাজিল সুরিনাম
এন্টার্কটিকায় ------
ইউরোপ রাশিয়াভ্যাটিকান সিটি
ওশেনিয়া বা অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া  দেশ  নাউরু

 

এশিয়া মহাদেশ

  • আয়তন ৪৪,৫৭৯,০০ বর্গ কি.মি. বা ১৭২১২০০ মাইল।
  • এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে আলাদা করেছে লোহিত সাগর এবং সুয়েজ খাল ।
  • এশিয়ার সর্বউওরের বিন্দু ফ্লিগেলি অন্তরীপ ,রাশিয়া। এশিয়ার মূলভূমির সর্বউওরের বিন্দু চেলিউস্কিন অন্তরীপ ,রাশিয়া ।

ইউরোপ মহাদেশ

  • ইউরাল পর্বত, ইউরল নদী এবং কাস্পিয়ান সাগর এশিয়াকে ইউরোপ হতে পৃথক করেছে।
  •  ইউরোপ মহাদেশের দক্ষিণ আফ্রিকা মহাদেশ অবস্থিত। ইউরোপ মহাদেশ কে আফ্রিকা মহাদেশের সাথে পৃথক করেছে ভূমধ্যসাগর।

ওশেনিয়া বা অস্ট্রেলিয়া

  •  ‘অস্ট্রেলিয়া’ একটি ল্যাটিন শব্দ- অর্থ দক্ষিণাঞ্চল। এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার কাল্পনিক সীমারেখা ‘ওয়ালেস লাইন ’।

 

 

 

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক